ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কবর জিয়ারত : মৃত ব্যক্তির জন্য কল্যাণ কামনা

প্রকাশিত: ০১:২১ পিএম, ১৫ আগস্ট ২০১৫

ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত সব কিছুই রয়েছে ইসলামের বিধি-বিধানে। দুনিয়ার জীবন মানুষের স্থায়ী বাসস্থান নয়। তাদের জন্য রয়েছে আখিরাতের বিশাল জিন্দেগি।

কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারই জীবন আছে তারই মৃত্যুর স্বাদ নিতে হবে। মানুষ জন্মগ্রহণ করে আবার নির্ধারিত সময়ে মৃত্যুবরণও করে। মৃত্যুর পর মানুষ যে বংশধারা রেখে যায়, তারা মৃত ব্যক্তির জন্য দোয়া করে। কামনা করে জান্নাত দানের। মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করবে জাগো নিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু হতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এ দোয়া শিক্ষা দিতেন, যখন তারা কবর জিয়ারতে বের হতেন।
দুআটি হচ্ছে-

১. ‘আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইংশা আল্লাহু বিকুম লা লাহিকুন, নাসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল আফিয়াহ’
অর্থাৎ হে কবরবাসী মুমিন ও মুসলমান! তোমাদের প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক। আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের জন্যও তোমাদের নিরাপত্তা কামনা করছি। (মুসলিম, মিশকাত)

২. অন্য বর্ণনায় এসেছে-

islam

‘আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমিনা ওয়া ইয়ারহামুল্লাহুল মুসতাক্বদিমীনা ওয়াল মুসতায়াখিরিনা ওয়া ইন্না ইংশা আল্লাহু বিকুম লা লাহিকুন’
অর্থ- কবরবাসী মুমিন ও মুসলমানদের প্রতি সালাম বর্ষিত হোক। অবশ্যই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য ও তোমাদের নিরাপত্তা কামনা করছি। (মুসলিম)

আমাদের যাদের পিতা-মাতা তথা আত্মীয় স্বজন মারা গেছেন। আমরা প্রতিদিন না পারি অন্তত প্রতি সপ্তাহে তাদের কবরের পাশে গিয়ে এ দোয়া পাঠ করে তাদের রুহের মাগফিরাত কামনা করব। যা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়।

রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের হাদিসের শিক্ষা-
মানুষের মৃত্যুর পর তিন শ্রেণির নেক আমল মৃত্যুর পরও মৃতব্যক্তির আমলনামায় যোগ হতে থাকে। তার মধ্যে নেককার সন্তান হচ্ছে এক শ্রেণির। সুতরাং নেককার সন্তান তাদের মাতা-পিতা তথা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবে। তাদের জন্য দোয়া করবে।

উপরোক্ত দোয়া পাঠকরত: প্রত্যেক মুসলমানের যা উচিত এই সূরা, দরূদ ও দোয়া-ইস্তেগফার করে প্রত্যেক মৃতব্যক্তির রূহের ছাওয়াব পৌঁছানের নিয়তে দোয়া করা-
১. সূরা ফতিহা
২. সূরা ইখলাস
৩. সূরা নাস
৪. সূরা ফালাক
৫. সূরা কাফিরুন
৬. সূরা কুরাইশ
৭. সূরা তাকাছুর
৮. আয়াতুল কুরসি
৯. দরূদ শরীফ
১০. ইস্তেগফার
১০. দোয়া করা

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার সন্তান হওয়ার তাওফিক দান করুন। আমাদের পিতা-মাতাসহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রুহের মাফিরাত কমনা করা। আমরা যেন কবরের সম্বল গ্রহণ করতে পারি আল্লাহর দরবারে সেই নসিব কামনা করা। হে আল্লাহ! আপনি আমাদের সব চাওয়া পাওয়ার চূড়ান্ত পর্যায় আপনার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমাদের সব মৃত আত্মীয় স্বজনকে ক্ষমা করে জান্নাত দান করুন। আমিন।

জাগো নিউজ ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামী আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন।

এমএমএস/একে/এমআরআই