চট্টগ্রামে গাউছুল আজম সিটিতে তরিক্বত কনফারেন্স ২৯ অক্টোবর
বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বায়েজীদস্থ গাউছুল আজম সিটিতে অবস্থিত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফ কমপ্লেক্স ময়দানে আগামী সোমবার (২৯ অক্টোবর) ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স-১৮
অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।
কনফারেন্স উপলক্ষে (১৫ সেপ্টেম্বর) শনিবার বাদে মাগরিব গাউছুল আজম কমপ্লেক্সে বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সহিদুল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিন, উত্তর রাউজান সমন্বয় পরিষদের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বোয়ালখালী পটিয়া সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের সচিব আলহাজ্ব মোহাম্মদ শহীদ উল্লাহ, দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২৯ অক্টোবর চট্টগ্রাম গাউছুল আজম সিটিতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এমআরএম/আরআইপি