১২১ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৫ হাজার ৪৫৭ হাজি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন ৪৫ হাজার ৪৫৭ জন বাংলাদেশি। মোট ১২১টি ফ্লাইটে তারা দেশে ফিরে আসেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬০টি। জেদ্দা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে গত ২১ আগস্ট। হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১১৩ জন (পুরুষ ৯২ জন ও নারী ২১ জন) বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে মক্কায় ৭৪ জন মদিনায় ৯ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ জন ও আরাফাতে ১০ জন মারা যান।
পবিত্র হজ পালন শেষে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ২৭ আগস্ট, শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
উল্লেখ্য চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।
আরএম/এমএমজেড/এমএস