ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

এ যেন এক অচেনা মক্কা!

বিশেষ সংবাদদাতা | মক্কা থেকে | প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

পবিত্র হজ পালন করতে এসে গত তিন সপ্তাহের অভিজ্ঞতায় গতকাল শুক্রবার সকাল ৯টায় রেডি হয়ে দ্রুত কাবা শরিফে জুমার নামাজ পড়তে যান হাজি নুর ইসলাম। কিন্তু হাজিদের সেই ভিড় দেখতে না পেয়ে কিছুটা হতভম্ব হন তিনি।

macca

কাবা শরিফ অভিমুখের রাস্তয় মানুষের ঢল, লাখো মানুষের কাবা অভিমুখে ছুটে চলা, মানুষের ভিড় বেশি হওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পথরোধ করে অন্যপথে ঘুরিয়ে দেয়া, ভিক্ষকদের ভিড় কিছুই ছিল না সেদিন। অবশ্য বেলা সাড়ে ১১টার পর কাবা ঘরে হাজিদের ভিড় বাড়তে থাকে।

macca

শনিবার সকালে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নুর ইসলাম বলেন, মক্কা ফাঁকা হয়ে গেছে। কাবা অভিমুখে প্রতিটি রাস্তায় গত সপ্তাহেও যেভাবে লাখো মানুষের পদচারণায় মুখরিত ছিল তা এখন নেই।

হাজিদের ভিড় থাকায় মেসফালা ব্রিজের সামনে ব্যরিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকলেও গতকাল থেকে তা তুলে নেয়া হয়। নামাজের সময়টুকু ছাড়া এখন গাড়ি কবুতর চত্বর দিয়ে কাবা শরিফের গেট পর্যন্ত চলাচল করছে।

macca

বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা ইতোমধ্যে বাড়ি ফিরছেন। গতকাল ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২১টি ফ্লাইটে মোট ৪৫ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরে গেছেন।

এমইউ/এমবিআর/এমএস

আরও পড়ুন