ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

দৈনন্দিন জীবনে সুন্নাতি আমল

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০১ আগস্ট ২০১৫

মানুষ নিজ আমল দ্বারা আল্লাহর দরবারে ক্ষমা পাবে এ রকম চিন্তাভাবনা করা অমূলক। কারণ, এই ফিতনার যুগের যেখানে শিরকমুক্ত ঈমানের অধিকারী হওয়া অনেক কঠিন। সেখানে নিজের আমলের মাধ্যমে নাজাত অসম্ভব।

তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেড় হাজার বছর পূর্বেই মানুষকে দিয়ে গেছেন মুক্তির অনেক উপায়। যা পালনে বান্দা আল্লাহর রহমতের আশা করতে পারে। তা থেকে একটি আজ জাগো নিউজের পাঠকের জন্য তুলে ধরা হল :

দোয়াটি হচ্ছে :
‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকা ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদির’ অর্থাৎ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি এক তার কোনো শরিক নেই। তারই জন্য রাজত্ব, তারই জন্য প্রশংসা। তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার এই ছোট দোয়াটি পাঠ করবে, (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি এক তার কোনো শরিক নেই। তারই জন্য রাজত্ব, তারই জন্য প্রশংসা। তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান) সে দশ জন ক্রীতদাস মুক্ত করার ছাওয়াব পাবে; তার জন্য একশত পূণ্য লেখা হবে; একশত গুণাহ মোচন করা হবে; সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে। তার চাইতে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না। কিন্তু তার কথা ভিন্ন যে এর চাইতে বেশি আমল করে।

সুতরাং আমরা সারাদিনের প্রত্যেক নামাজের পরপর এই দোয়টি কমপক্ষে একশত বার পাঠ করে এ অমূল্য ছাওয়াবের অধিকারী হব। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

জাগোনিউজ২৪ডটকমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/এসএইচএস/আরআইপি