ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সম্পদশালী হতে যে আমল করবেন

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

مَالِكُ الْمُلْكِ ‘মালেকুল মুলকি’ আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নামসমূহের মধ্যে একটি। এ নামের আমলে ধন-সম্পদের মালিক হওয়ার পাশাপাশি দুনিয়া ও পরকালের যাবতীয় কাজ-কর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’

আল্লাহর গুণবাচক নাম (مَالِكُ الْمُلْكِ) ‘মালেকুল মুলকি’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো

jagonews24

উচ্চারণ : ‘মালেকুল মুলকি’

অর্থ : ‘সমস্ত সৃষ্টি জগতের অধিপতি’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلرَّءُوْفُ)-এর আমল 

ফজিলত ও আমল

>> যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার এ গুণবাচক (مَالِكُ الْمُلْكِ) ‘মালেকুল মুলকি’ নামটি পাঠ করবে, ওই ব্যক্ত স্বচ্ছল ও ধন-সম্পদের মালিক হবে।

>> যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নাম (مَالِكُ الْمُلْكِ) ‘মালেকুল মুলকি’ নিয়মিত সব সময় পাঠ করবে, ওই পাঠকারীর দুনিয়া ও পরকালের সব কাজ-কর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর এ ছোট্ট গুণবাচক নামটির নিয়মিত পাঠের মাধ্যমে স্বচ্ছলতা লাভ করার তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের সফলতায় যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন