বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল
টঙ্গীর তুরাগ তীরে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে চলছে তাসবিহ-তাহলিল ইবাদত-বন্দেগি ও হেদায়েতি বয়ান। দ্বিতীয় ধাপের এ ইজতেমা শুরু হয়েছে ১৯ জানুয়ারি শুক্রবার। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।
আগামীকাল সকাল ১০টা থেকে ১১ টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। আখেরি মোনাজাতের আগে ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামি অনুশাসন মেনে জিন্দেগী যাপনের নসিহত পেশ করা হবে।
তবে আখেরি মোনাজাত ও নসিহতের বিষয়ে এখনো কোনো মুরব্বি নির্দিষ্ট হয়নি।
গত ২ দিন ধরে দুনিয়া ও পরকালের সফলতা অর্জনের লক্ষ্য মুসল্লিদের করণীয় বিষয়ে বাংলাদেশসহ ভারত, পাকিস্তানের বুজুর্গ ও আলেম-ওলামাগণ বিভিন্ন ভাষায় বয়ান পেশ করছেন।
উল্লেখ্য যে, ইজতেমার ইতিহাসে এবারই ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে আখেরি মোনাজাত ও মোনাজাতপূর্ব নসিহত করা হয়েছে বাংলায়। প্রথম ধাপের নসিহত পেশ করেছেন তাবলিগের মুরব্বী মাওলানা আব্দুল মতিন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেছেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলিদের মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।
এমএমএস/জেআইএম