ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

প্রিয়নবি যেভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইতেন

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৯ নভেম্বর ২০১৭

‘নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন।’ এটা আল্লাহ তাআলার ঘোষণা। কুরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতে আরো ঘোষণা করেছেন, ‘হে আদম সন্তানেরা! তোমাদেরকে যেন এই শয়তান পথভ্রষ্ট ও বিভ্রান্ত না করে ফেলে, যেমন তোমাদের মা-বাবাকে পথভ্রষ্ট করে চির সুখের জান্নাত থেকে বের করে দিয়েছিল।’

এ কারণে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয়তানের নানারকম ষড়যন্ত্র ও বেড়াজাল থেকে মুক্ত থাকতে সব সময় আল্লাহর শেখানো ভাষায় তাঁর আলীশান দরবারে আশ্রয় প্রার্থনা করতেন।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ প্রার্থনা উম্মতে মুহাম্মাদির জন্য শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকার সর্বোত্তম শিক্ষা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় লাভে বলতেন-

Doa

উচ্চারণ : রাব্বি আউজুবিকা মিন্ হামাযাতিশ শাইয়াত্বীন। ওয়া আউজুবিকা রাব্বি আইঁ ইয়াহদুরুন।

অর্থ : ‘হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আমার প্রভু! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।’ (সুরা মুমিনূন : আয়াত ৯৭-৯৮)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শায়তানে যাবতীয় কুমন্ত্রণা থেকে মুক্ত থাকতে কুরআনুল কারিমে উল্লেখিত আয়াতদ্বয় পড়ে তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

আরও পড়ুন