ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

৬৬ বছরের বৃদ্ধার ৭ দিনে কুরআন শিক্ষা হোক অনুপ্রেরণা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৫ নভেম্বর ২০১৭

মাত্র ৭ দিনে পবিত্র কুরআনুল কারিম শিখলেন আইফার উইনর নামে তুরস্কের ৬৬ বছরের এক বৃদ্ধা। তুরস্কের আজমির শহরের বুজা এলাকায় জীবন-যাপনকারী আইফার উইনর কুরআন প্রশিক্ষণ ক্লাসে ৭০ জন শিক্ষার্থীর সঙ্গে অংশগ্রহণ করেন।

কুরআন শিক্ষা করা অনেক বড় উত্তম কাজ। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।’

হাদিসে পাকে ঘোষিত অনন্য মর্যাদা স্থাপন করল আইফার উইনর। তিনি কুরআন শিক্ষার ক্লাসে ৭ দিন উপস্থিত হয়েই কুরআন পড়া শিখেছেন।

বুজা এলাকায় অনুষ্ঠিত কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মুফতি মুহাররম গুল বলেন, ‘বুজায় অনুষ্ঠিত কুরআন প্রশিক্ষণ ক্লাসে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আইফার উইনর তাদের মধ্যে একজন।’

৬৬ বছর বয়স্ক হওয়া সত্ত্বেও তিনি সম্পূর্ণ কুরআন আয়ত্ব করে বাকী সকলকে বিস্মৃত করেছেন। আশাকরি তার এই সাফল্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কুরআন শিক্ষার ক্ষেত্রে তুরস্কের আজমির শহরের বুজা এলাকায় জীবন-যাপনকারী ৬৬ বছর বয়সী আইফার উইনর হোক আমাদের অনুপ্রেরণা।

এমএমএস/আইআই

আরও পড়ুন