ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মুফতি জয়নুল আবেদীনের ইন্তেকাল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:২০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ঝালকাঠি জেলার সদর উপজেলার দেউলকাঠী গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া নেছারিয়া দ্বীনিয়ার সাবেক শায়খুল হাদিস মুফতি মাওলানা জয়নুল আবেদীন খুলনাস্থ ডক্টরস পয়েন্ট স্পেশালিস্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার মৃত্যুতে দক্ষিণাঞ্চলসহ দেশ ও বিদেশে ছড়িয়ে থাকা তাঁর ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তিনি গত রমজান থেকে খাদ্যনালিতে টিউমার রোগে আক্রান্ত হয়ে খুলনা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে ডক্টরস পয়েন্ট স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত শুক্রবার রাত পৌনে ১২টায় মারা যান।

দেউলকাঠী হুজুর নামে সুপরিচিত মুফতি জয়নুল আবেদীন দীর্ঘদিন ছারছিনা দারুচ্ছুন্নাত জামেয়া নেছারিয়া দ্বীনিয়া, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। ইসলোমের প্রচার এবং প্রসারে ওয়াজ-মাহফিল করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে, তিন মেয়েসহ গুণগ্রাহী এবং অসংখ্য আলেম ছাত্র ও শিক্ষক রেখেগেছন। আল্লাহ তাআলা এ গুণী আলেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন