আল্লাহর স্মরণে অন্তর জিন্দা রাখার আমল
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে।
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْبَاعِثُ) ‘আল-বায়ি’ছু’ একটি। এ পবিত্র নামের আমলে আল্লাহ তাআলা তাঁর বান্দার দিল বা অন্তরকে সব সময় জিন্দা রাখেন।
আল্লাহর গুণবাচক নাম (اَلْبَاعِثُ) ‘আল-বায়ি’ছু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আল-বায়ি’ছু’
অর্থ : ‘মৃতদেরকে কবর থেকে ওঠিয়ে জীবন দানকারী, অমনোযোগীদের অন্তরকে সচেতনকারী’
আল্লাহর গুণবাচক নাম (اَلْمَجِيْدُ)-এর আমল
ফজিলত
>> যদি কোনো ব্যক্তি নিজের অন্তরে প্রকৃত জিন্দা রাখতে চায়; সে যেন রাতে ঘুমাতে যাওয়ার সময় বুকের ওপর হাত রেখে ১০১ বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْبَاعِثُ) ‘আল-বায়ি’ছু’ পাঠ করে। আশা করা যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিল বা আত্মাকে সর্বদা জিন্দা রাখবেন।
পরিশেষে...
যারা দুনিয়ার পেরেশানিতে ব্যস্ত; তাদের জন্য এ আমলটি অনেক গুরুত্বপূর্ণ। তাই যারা দুনিয়াবি কাজে ব্যস্ত তাদের জন্য সব সময় রাতের বেলায় ছোট্ট এ আমলটি করা জরুরি।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবাইকে উল্লেখিত ছোট্ট আমলটি করে নিজেদের দিল বা অন্তরকে আল্লাহর স্মরণে তাজা বা জিন্দা রাখতে ছোট্ট এ আমলটি করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস