হজ ২০১৭ : আরাফাতের দিনের একটি ভিডিও
গত ৩১ আগস্ট পবিত্র ঐতিহাসিক আরাফাতের ময়দানে ‘লাব্বাইক’ ধ্বনিতে উপস্থিত হওয়ার মাধ্যমে হজের মূলকাজ সম্পন্ন হয়ে গেছে। যারা শুরুর দিকে হজ পালনে পবিত্র নগরী মক্কায় উপস্থিত হয়েছেন; তাদের অনেকেই নিজ দেশে পৌছে গেছেন। অন্যরা নিজ দেশে ফেরার অপেক্ষায়।
যদিও মুসলিম উম্মাহ হজের যাবতীয় কাজ সম্পন্ন করে নিজ দেশে ফিরে গেছেন; তথাপিও তাদের হৃদয়ের মনিকোঠায় এখনো প্রকাশ্য দিবলোকের ন্যায় হজের স্মৃতি, বাইতুল্লাহর তাওয়াফ, সাফা-মারওয়া সাঈ, মিনা-মুজদালিফার অবস্থানসহ আরাফাতের মূল আনুষ্ঠানিকতার স্মৃতি রয়েছে তরতাজা।
হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার এবং সেখানের ইবাদত-বন্দেগিতে ব্যস্ত সময় পার করার ভিডিও মুসলিম উম্মাহকে করে তুলবে আবেগে উদ্বেলিত। আবার কাউকে উৎসাহ যোগাবে হজের প্রস্তুতি গ্রহণের।
আরফাতের ময়দানের এরিয়ার ভিডিও দেখুন :
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র হজ পালনে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।
এমএমএস/এমএস