শায়খে সানি মুফতি মুতীউর রহমানের ইন্তেকাল
দেশের শীর্ষস্থানীয় আলেম বিশিষ্ট লেখক ও অনুবাদক মালিবাগ চৌধুরীপাড়াস্থ শেখ জনুরুদ্দীন (র.) দারুল কোরআন শামসুল উলুম মাদরাসার প্রধান মুফতি ও শায়খে সানি মুফতি মুতীউর রহমান গতকাল ১১ টা ১০ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মুফতি মুতীউর রহমান গত ২০ বছর ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। গত ১৯ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।
সিলেটের এ উজ্জ্বল নক্ষত্র ধর্মীয় বিষয়ে দেশের খ্যাতনামা বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও তিনি ফতোয়ার ওপর অনেক গ্রন্থ রচনা করেন।
বিশেষ করে তাঁর লিখিত ‘ফতোয়া’ নামক বিখ্যাত গ্রন্থটি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করে।
‘মাকতাবাতুল ফালাহ’ কর্তৃক প্রকাশিত কাওমী মাদরাসার সব পাঠ্য বইয়ের সম্পাদনার দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন।
শীর্ষস্থানীয় আলেম মুফতি মুতীউর রহমান ২ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র রেখে গেছেন।
গতকাল রাত ইশার নামাজের পর তাঁর দীর্ঘ দিনের কর্মস্থল চৌধুরীপাড়া মাদরাসায় জানাযার পর গ্রামের বাড়ি সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
আল্লাহ তাআলা ইসলামের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
এমএমএস/পিআর