ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

হজ করছেন ১০৪ বয়সী নারী বাইক মারিয়া

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২১ আগস্ট ২০১৭

বাইক মারিয়া। ১০৪ বছর বয়সী ইন্দোনেশিয়া নারী। সাধারণত যার এ বয়সে শয্যাশায়ী হওয়ার কথা। তিনি এখন হজ পালনে মক্কায় অবস্থান করছেন। তিনি ইন্দোনেশিয়ার ২ লাখ ২১ হাজার হজযাত্রী নারী-পুরুষের মধ্যে সবচেয়ে বেশি বয়সী। খবর আরব নিউজ।

জেদ্দায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ হেরি সারিফুদ্দিন বলেন, মারিয়া ভালো স্বাস্থ্যের অধিকারী। তিনি কোনো সমস্যা ছাড়াই সুষ্ঠুভাবে হজ সম্পাদন করতে পারবেন।

তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে বিমানে আরোহন থেকে শুরু করে মক্কায় পৌঁছা পর্যন্ত তার জন্য বিশেষ সহায়তা রয়েছে বলে জানান রাষ্ট্রদূত সরিফুদ্দিন।

ইন্দোনেশিয়ার লাম্বাক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাইক মারিয়া যাত্রা করেন।

যেখানে বেশির ভাগ ইন্দোনেশিয়ান হজযাত্রী বয়স্ক এবং স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, সেখানে বাইক মারিয়া ১০৪ বছর বয়সে সুস্থভাবে হজ পালনে মক্কায় পৌঁছেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ২০ ইন্দোনেশিয়ান হজযাত্রী মারা গেছেন।

আল্লাহ তাআলা এ বয়স্ক নারীসহ সব শিশু-কিশোর যুবক বৃদ্ধ ও প্রবীণ হজযাত্রীদের সুন্দর ও নিরাপদে হজ সম্পাদনের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন