ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কাবা শরিফ নিয়ে ‘ওয়ান ডে দ্য হারাম’

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৭:০৬ এএম, ১২ আগস্ট ২০১৭

পবিত্র কাবা শরিফকে নিয়ে ‘ওয়ান ডে দ্য হারাম’ অর্থাৎ ‘হারামে একদিন’ শিরোনামে ৯০ মিনিটের একটি প্রমাণ্যচিত্র তৈরি করা হয়েছে।

কাবা শরিফের বিভিন্ন বিষয়ি নিয়ে এ প্রামাণ্য চিত্রটি হবে সবচেয়ে বড় মিডিয়া প্রজেক্ট। যা তৈরি করেছেন ব্রিটিশ লেখক, প্রযোজক ও পরিচালক আবরার হুসেইন। আগামী সেপ্টেম্বরে তা মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর আরব নিউজ।

ইতিমধ্যে এ প্রামাণ্য চিত্রটির অফিসিয়িাল ট্রেইলার ইউটিউবে আপলোড হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ট্রেইলারটি দেখুন

আরও পড়ুন
>> কাবা শরীফ নির্মাণে ব্যবহৃত পাথরসমূহ
>> কাবা শরিফ প্রথম দেখায় যে দোয়া পড়বেন
>> মক্কায় হজের স্মৃতি বিজড়িত স্থানসমূহ-১
>> মক্কায় হজের স্মৃতি বিজড়িত স্থানসমূহ-২
নির্মাতা আবরার হুসাইন জানান, ‘এ প্রামাণ্যচিত্রটি অমুসলিমদের জন্য তৈরি করা হয়েছে। যাতে তারা পবিত্র ভূমি মক্কা মুকাররমাহ সম্পর্কে জানতে পারে। কাবা শরিফের গুরুত্ব অনুধাবন করতে পারে। ইসলামের শান্তি ও সৌন্দর্য তাদের সামনে তুলে ধরাই এ প্রামাণ্যচিত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য।

পবিত্র নগরী মক্কা এবং মসজিদে হারাম মুসলিম বিশ্বের সবচেয়ে বড় তীর্থস্থান। এ ঘরকে কেন্দ্র করেই সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহর এখানে উপস্থিত হয়।

এ প্রামাণ্য চিত্রটিতে কাবা শরিফে কর্মরত কর্মচারীদের বিষয়টিও ওঠে এসেছে।

অসংখ্য মানুষের সমাগমের মধ্যেও কিভাবে এত বড় বিশাল আয়োজনকে সুন্দর ও সফলভাবে পরিচালন করা হয়, তথায় কর্মরত কর্মচারীরা কিভাবে নিজেদের কাজ সম্পন্ন করেন, কতটি বিভাগে পরিচালিত হয় পবিত্র মসজিদে হারামের কাজ তা ভিডিওতে তুলে ধরা হয়েছে।

এমএমএস/এমএস

আরও পড়ুন