ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

জার্মানিতে পক্ষাঘাতগ্রস্ত মুসলিম অভিবাসীর সততা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১০:১৭ এএম, ০৩ আগস্ট ২০১৭

৫৬ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত জার্মান অভিবাসী ইয়াকুব ইলমায (Yakub Yilmaz)। বার্লিনের নিউ কোলন এলাকায় খুঁজে পেয়েছেন ২২টি স্বর্ণের বার এবং ৩৫ হাজার ইউরো। ইয়াকুব ইলমায ব্যাগভর্তি স্বর্ণের বার এবং ইউরো পুলিশের কাছে হস্তান্তর করে সততার পরিচয় দিয়েছেন। খবর বার্লিন কুরিয়ার (berliner-kurier.de)।

ইয়াকুব ইলমায তুরস্কের মুসলিম নাগরিক। তিনি জার্মানির বার্লিন শহরে বসবাস করেন। ২০০৪ সালে এক সড়ক দুর্ঘটনায় তার শরীরের ৬০ শতাংশ অঙ্গ অক্ষম হয়ে যায়।

Gold

এ পক্ষাঘাতগ্রস্ত মুসলিম নাগরিক বর্তমানে বার্লিনের একজন বীর ও সততার মূর্ত প্রতীক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

ইয়াকুব ইলমাযের এ সৎ কাজের জন্য তাকে ১০০০ ইউরো পুরস্কার দেয়া হয়। ইয়াকুব ইলমায জানান, তিনি এ ইউরো দিয়ে তার মাতৃভূমি তুরস্ক সফর করবেন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন