হজে গমনকারীদের ওমরা পালনে করণীয়
বাংলাদেশিদের হজ যাত্রা শুরু হয়েছে আজ। যারা হজ উপলক্ষে প্রথমেই পবিত্র নগরী মক্কায় যাবেন তারা বাংলাদেশ থেকেই ইহরাম বেধে যাবেন। জেদ্দা বিমানবন্দরের কার্যক্রম শেষ করে পবিত্র ভূমি মক্কায় গিয়ে সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর শুরু করবেন হজের কার্যক্রম। হজযাত্রীদের মধ্যে যারা কিরান এবং তামাত্তু হজ আদায় করবেন, তাদের প্রথম কাজই হলো ওমরা সম্পাদন করা।
যারা প্রথমেই পবিত্র নগরী মক্কায় যাবেন তারা ওমরা আদায় করে হালাল হয়ে যাবেন। অতঃপর হজের নির্ধারিত সময় আসা পর্যন্ত অপেক্ষা করবেন। হজের সময় হলে পুনরায় ইহরাম বেধে হজ সম্পাদন করবেন।
ওমরা পালনে করণীয়
হজযাত্রীগণকে সঠিকভাবে ওমরা সম্পাদনে দু’টি কাজ আদায় করতে হবে। আর তাহলো-
>> ওমরার ২টি ফরজ যথাযথ আদায় করা; এবং
>> দুইটি ওয়াজিব আদায় করার মাধ্যমে ওমরা সম্পাদন করা।
ওমরার ২ ফরজ
>> ইহরাম বাধা;
>> বাইতুল্লাহ তাওয়াফ করা।
ওমরার ২ ওয়াজিব
>> সাফা ও মারাওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাঈ করা; এবং
>> মাথা হলক বা মুণ্ডনের মাধ্যমে হালাল হওয়া।
এ দুটি কাজ পালনের মাধ্যমেই মুসলিম উম্মাহ ওমরার কাজ সম্পাদন করে থাকেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব তামাত্তু ও কিরান হজ পালনকারীদেরকে যথাযথভাবে ওমরা পালন করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম