ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মুসলমানদের জন্য সমুদ্রপথে হজ রুট চালু করবে ভারত

প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৯ জুলাই ২০১৭

দীর্ঘ ২৩ বছর পর ২০১৮ সাল থেকে সমুদ্র পথে হজ রুট চালু করতে যাচ্ছে ভারত। পবিত্র হজ পালনের খরচ কমাতে নৌ পথে হাজীদের পরিবহনের চিন্তা করছে ভারত সরকার। খবর টাইমস অব ইন্ডিয়া।

এ রুট চালু হলে দেশটির মুসলমানরা কম খরচে হজ সম্পাদন করতে পারবেন। আকাশ পথে হজ করতে যে অর্থ খরচ হয়; সমুদ্র পথে মুম্বাই থেকে জেদ্দায় পৌছতে খরচ হবে তার অর্ধেক অর্থ।

দেশটির সরকার সে দেশের হজ যাত্রীদের হজ সম্পাদনে ভর্তুকি দিয়ে আসছে। ২০১২ সালে সুপ্রিম কোর্টের এক আদেশের প্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মধ্যে বিমানে যাতায়াতকারী হাজীদের জন্য বরাদ্দকৃত ভর্তুকি বন্ধ করার চিন্তাভাবনা করছে।

তবে হজের এ ভর্তুকি এবং অতিরিক্ত খরচ মেটাতেই সমুদ্র পথে হজ সম্পাদনের বিষয়টি পরিকল্পনার অংশ হিসেবে সামনে নিয়ে আসে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

দেশটির নৌমন্ত্রণালয় এ পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে এবং সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ভারত সরকারের বিবেচনাধীন এ বিষয়টিকে স্বাগত জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, ‘২০১৮ সাল থেকেই সমুদ্র পথে হজ পালনে ভারতের নৌরুট চালু হবে। উল্লেখ্য যে, গত দুই যুগ আগে ১৯৯৫ সালে সর্বশেষ সমুদ্র পথে হজে যায় ভারতের মুসলমানরা।

এমএমএস/এমএস

আরও পড়ুন