ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

আমেরিকায় আগামী ৩ দশকে মুসলমানের সংখ্যা হবে দ্বিগুণ

প্রকাশিত: ০৬:২১ এএম, ৩১ মে ২০১৭

বিশ্বব্যাপী দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধির ফলে আমেরিকায় মুসলমানদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, আগামী ২০৫০ সাল নাগাদ আমেরিকায় মুসলমানের সংখ্যা দ্বিগুণে পরিণত হবে।

এ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আমেরিকায় জনসংখ্যায় খ্রিস্টানরা সর্বাধিক। ২০৫০ সাল নাগাদ মুসলমানের সংখ্যা হবে দ্বিগুণ। তখন খ্রিস্টানদের তুলনায় মুসলমানরা জনসংখ্যায় থাকবে সর্বাধিক।

তথ্যে আরও জানা যায়, ২০১৫ থেকে ২০৬০ সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পাবে। অথচ এই সময়ের মধ্যে সারাবিশ্বে মোট জনসংখ্যা বৃদ্ধির হার থাকবে ৩২ শতাংশ।

উল্লেখিত হারে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যার দিক থেকে মুসলমানরা থাকবে প্রথম স্থানে। আর খ্রিস্টান ও হিন্দুরা থাকবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

Vision

উল্লেখ্য যে, বর্তমানে মুসলিম যুবকের সংখ্যা বৃদ্ধি এবং মুসলিম পরিবারে সন্তানের সংখ্যা অনেক বেশী। ২০১৫ সালে মুসলিম যুবকদের বয়সের গড় ছিল ২৪ বছর। যা অমুসলিম যুবকদের তুলনায় ৭ বছরের ছোট।

আমেরিকার পাশাপাশি ইউরোপীয় দেশসমূহেও ২০৫০ সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পাবে।

এমএমএস/পিআর

আরও পড়ুন