ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

রমজান মাস শান্তি ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে : মোদী

প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৯ মে ২০১৭

পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে গতকাল (২৮ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন।

এ শুভেচ্ছা বক্তব্যে তিনি মুসলমানদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘রমজান এমন একটি মাস, যা ভারতে শান্তি ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে। পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি বিশ্ববাসীকেও অভিনন্দন জানান।

দেশের শান্তি ও ঐক্য বজায় রাখতে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাসে মুসলমানরা নামাজ, রোজা, ইবাদত-বন্দেগিসহ ভালো কাজের মাধ্যমে সময় অতিবাহিত করে বলে উল্লেখ করেনি তিনি।

Vision

নরেন্দ্র মোদী আরও বলেন, ‘ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি দেশটির অন্যতম শক্তি। ১২৫ কোটি মানুষের বসবাসের ফলে দেশটিতে বহু ধর্ম, মাজহাব ও সংস্কৃতির লোক বসবাস করে।

উল্লেখ্য যে, ১২৫ কোটি মানুষ অধ্যুষিত ভারতে মুসলমানের সংখ্যা ১৮ কোটিরও বেশি। মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরেই ভারতের অবস্থান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক রমজান মাস সম্পর্ক এ বক্তব্য ইসলামের সাম্য সম্প্রীতি উদারতা সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে।

এমএমএস/এমএস

আরও পড়ুন