ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

আরব আমিরাতে নির্মিত হয়েছে ‘বহনযোগ্য মসজিদ’

প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৪ মে ২০১৭

নামাজ আদায়ের সুবিধার্থে ভ্রাম্যমাণ (মোবাইল) মসজিদের পর এবার বাণিজ্যিকভাবে বাজারে আসছে মাশাবিয়া নকশায় নির্মিত বহনযোগ্য মসজিদ। বহনযোগ্য মসজিদ নির্মাণে এগিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। কোথাও বেড়াতে গেলে সঙ্গে করে বহন করা যাবে এ মসজিদটি। মসজিদের নির্মাতা প্রতিষ্ঠান হলো আম্বার পাম গ্রুপ। খবর খালিজ টাইমস।

বহনযোগ্য এ মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে অম্বর নামের এক ধরনের (পাথর) ধাতব পদার্থ। মসজিদটিতে ধাতব পদার্থের (পাথর) পরিমাণ ৭৫ শতাংশ। ১০ লাখ দিরহামে (প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা) বহনযোগ্য মসজিদটি কিনতে পারবের ক্রেতারা।

বর্তমানে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে তাতে দু’জন মানুষ অবস্থান করতে পারবে। যা তৈরিতে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা। নির্মাতা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে, ক্রেতাদের চাহিদা অনুযায়ী কম-বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদ নির্মাণ করা হবে।

দুবাইর ঐতিহ্যবাহী বুর্জ আল আরব হোটেলে এক অনুষ্ঠানে বহনযোগ্য মসজিদটির উদ্বোধন করা হয়। সেখানে সংযুক্ত আরব আমিরাতের প্রিন্স, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নির্মাতা প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার অ্যান্ড্রু সানকো জানান, ‘মানুষ জানে অম্বর পাথর শুধু গহনায় ব্যবহার করা হয়। আমরা নতুন ব্যবহার আবিষ্কার করছি এবং বিরল এই পাথরের রোগ উপশমের ক্ষমতা ও বিশেষ বৈশিষ্ট্যগুলো মানুষকে জানাতে চাচ্ছি।

বহনযোগ্য এ মসজিদটি মাশাবিয়া নকশায় নির্মিত। আরবের ঐতিহ্যবাহী নকশারও সংমিশ্রণ রয়েছে এর নির্মাণে। মসজিদটিতে ব্যবহৃত অম্বর (পাথর) ধাতবকে আকর্ষণীয় করে তুলতে বিশেষ আলোর ব্যবহার করা হয়েছে।

যদিও মানুষের ধারণা ছিল যে, অম্বর পাথর শুধুমাত্র গহনায় ব্যবহার করা হয়। এবার এ ধাতবে তৈরি হলো বহনযোগ্য মসজিদ।

এমএমএস/পিআর

আরও পড়ুন