ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

উপহার গ্রহণের সময় দাতার জন্য দোয়া

প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৫ এপ্রিল ২০১৭

মানুষ সামাজিক জীব। সমাজ জীবনে পারস্পরিক সদ্ভাব ও সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মানুষ একে অপরকে উপহার, দান-অনুদান, সাদকা ও হাদিয়া দিয়ে থাকে। এ দান-অনুদান বা উপহার বিনিময়ের সময় উপহার গ্রহণকারীর দাতার জন্য বরকত ও সমৃদ্ধির দোয়া করা সুন্নাতি আমল। কেননা হাদিয়া দেয়া এবং নেয়া উভয়ই সুন্নাত।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপহার, দান-অনুদান ও সাদাক্বাহ দাতার জন্য সব সময় দোয়া করতেন। হাদিসে এসেছে-

>> হজরত আবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে কেউ ছাদাক্বাহ নিয়ে আসলে, তিনি বলতেন-
اَللَّهُمَّ صَلِّي عَلَيْهِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ছাল্লি আলাইহি’ (বুখারি, মুসলিম, মিশকাত)
অর্থ : হে আল্লাহ! তার উপর রহমত বর্ষণ করুন।

>> অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাতার জন্য এভাবে দোয়া করতেন-

بَارَكَ اللهُ لَكَ فِيْ أَهْلِكَ وَ مَالِكَ
উচ্চারণ : ‘বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা।’ (বুখারি)
অর্থ : আল্লাহ তোমার সম্পদ ও পরিবারবর্গকে বরকত দান করুন।’

সুতরাং মুসলিম উম্মাহর উচিত দান-অনুদান ও উপহার বিনিময়ে দাতার জন্য দোয়া করা; দাতাকে দান-অনুদানে উৎসাহিত করা একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা সবাইকে সাহায্যকারী ও উপহার প্রদানকারীর জন্য দোয়া করে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

আরও পড়ুন