ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

যে আমলে সম্মান ও মর্যাদা লাভ হয়

প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৫ এপ্রিল ২০১৭

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে।’ তাছাড়া এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে (اَلْجَلِيْلُ) ‘আল-ঝালিলু’ একটি। এ পবিত্র নামের আমলের বরকতে আল্লাহ তাআলা মানুষ মর্যাদা দান করবেন।

(اَلْجَلِيْلُ) ‘আল-ঝালিলু’-এর অর্থ হলো- পরম মর্যাদার অধিকারী; মহা সম্মানী’

আল্লাহর গুণবাচক নাম (اَلْجَلِيْلُ) ‘আল-ঝালিলু’ -এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Amal
উচ্চারণ : ‘আল-ঝালিলু’
অর্থ : পরম মর্যাদার অধিকারী; মহা সম্মানী’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْحَسِيْبُ)-এর আমল

ফজিলত
>> যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْجَلِيْلُ) ‘আল-ঝালিলু’- মেশক বা জাফরান দিয়ে লিখে নিজের নিকট রেখে দেয়; অথবা মেশক বা জাফরান দিয়ে লিখে পানি দিয়ে ধুয়ে খায় তবে ওই ব্যক্তিকে মানুষ সম্মান ও মর্যাদা দিবেন।

পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর মোবারক নাম (اَلْجَلِيْلُ) ‘আল ঝালিলু’-এর এ ছোট্ট আমলটি করে আত্ম-মর্যাদা ও সম্মান লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএ/পিআর

আরও পড়ুন