রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি করা অনৈতিক ও গোনাহ
মুসলিম উম্মাহর সবচেয়ে প্রিয় রহমত বরকত মাগফিরাত ও নাজাতের মাস রমজান অতি নিকটে। এটি মুসলমানদের জন্য বিশেষ ইবাদত-বন্দেগির মাস। সারা বছরে পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধি অর্জন হয় এ পবিত্র মাসে।
পবিত্র রমজান মাসে বিশ্বমানবতার মুক্তির সনদ কুরআনুল কারিম প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর নাজিল হয়েছে। পবিত্র এ মাসেই আল্লাহ তাআলাপ্রাপ্ত বয়স্ক, সুস্থ-স্বাধীন মুসলিম নর-নারীর ওপর দিনের বেলায় যাবতীয় পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকার বিধান ফরজ করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার এ হুকুম পালনের জন্যই তিনি বান্দার জন্য ঘোষণা করেছেন, ‘রোজা আমার জন্য রাখা হয় এবং এর পুরস্কার আমি নিজ হাতে দেব।’
রমজান মাসে শুধুমাত্র রোজা পালন, কুরআন তিলাওয়াত, ফরজ ও নফল নামাজ আদায়, জিকির-আজগার করাই ইবাদত-বন্দেগি নয়; বরং রমজানে মাসজুড়ে রোজাদারের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকাণ্ডে জড়িত বিষয়গুলো ইবাদত-বন্দেগির অন্তর্ভুক্ত।
মানুষের দৈনন্দিন জীবনের চলা-ফেরা, কথাবার্তা, চাকরি-বাকরি বিশেষ করে ব্যবসা-বাণিজ্য সবকিছুই পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যম। এ কারণেই রমজান মাস যেমনি ইবাদত-বন্দেগির মাস তেমনি ভেজালমুক্ত হালাল খাদ্যদ্রব্য গ্রহণেরও মাস। আর আল্লাহ তাআলা তার বিশেষ মহিমায় এ মাসে পৃথিবীর সব উত্তম খাদ্যদ্রব্যের জোগান বাড়িয়ে দেন।
পবিত্র মাস রমজানকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সরকারের দায়িত্বশীল মহলসহ সব জনগণ তথা ঈমানদার মুসলমানের দৃষ্টি থাকে পবিত্র রমজানের পরিবেশ, দৈনন্দিন জীবনযাপনের ঘটনাপ্রবাহের দিকে।
বিশেষ করে পবিত্র রমজান মাসের সিয়াম-সাধনা সুষ্ঠু, সুন্দর ও পবিত্রতার সঙ্গে পালন করতে প্রতিদিনের খাবার-দাবার ও বাজারের দ্রব্যসামগ্রীর সহজলভ্যতা যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, এ বিষয়গুলো সবার জন্য গুরুত্বের সঙ্গে ভাবা একান্ত আবশ্যক।
যেখানে বিশ্বব্যাপী পবিত্র রমজান মাস আসলে মানুষের প্রতি মানুষের সহনুভূতি বেড়ে যায়; ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে যথাসাধ্য চেষ্টা করে, সেখানে আমাদের দেশের বাজার ব্যবস্থা রমজানের আগের সঙ্গে রমজানের সময়ের কোনো মিল থাকে না।
রমজান আসার সঙ্গে সঙ্গে নিত্যদিনের দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত এমনকি অস্বাভাবিকভাবে বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। যা সব শ্রেণির রোজাদারদের জন্যই অত্যন্ত কষ্টকর।
পবিত্র রমজান মাসে এক শ্রেণির লোক ব্যবসার নামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ কৃত্রিমভাবে কমিয়ে বেশি মুনাফা লাভে দ্রব্যসামগ্রীর দাম বাড়ানোর পাশাপাশি খাদ্যে ভেজাল মেশায়। এসব কর্মকাণ্ড শুধুমাত্র নিপীড়নমূলক ও অনৈতিক কাজই নয় বরং তা মানুষের অধিকারের ওপর চরম হস্তক্ষেপ এবং অত্যাচার-নির্যাতনের মতো মারাত্মক অপরাধও বটে।
রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমান যেখানে নিজেদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে নির্বিঘ্নে রোজা পালন ও ইবাদত-বন্দেগিতে ব্যস্ত থাকবে, সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের স্বাভাবিক কর্মকাণ্ডসহ ইবাদত-বন্দেগিতে ব্যাঘাত ঘটায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর এ ধরনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি শুধু অনৈতিক নয় বরং মানবতার প্রশ্নেও তা মারাত্মক শত্রুতা।
রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফলে রোজাদার ঈমানদারদের কষ্ট ও দুর্ভোগ চরমভাবে বেড়ে যায়। বিশেষ করে পেঁয়াজ, মরিচ, ডাল, গরম মসলা, চিনি, ছোলা, শাকসবজি ও তরি-তরকারি; যেগুলো রমজানে বেশি পরিমাণে খাওয়া হয়, সেসব দ্রব্যসামগ্রীর দাম ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাওয়ায় রোজাদারের সাহরি ও ইফতার করতে গিয়ে বিশেষ বিড়ম্বনায় পড়তে হয়।
কৃত্রিমভাবে রমজানে প্রয়োজনীয় এসব দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করে রোজাদারদের কষ্ট দেয়ার মধ্যে এক শ্রেণির লোক সুখ খুঁজে পায়। অথচ তারা অনুধাবন করে না যে, রোজাদারদের কষ্ট দেয়া মারাত্মক গোনাহ। যা কোনোভাবেই কাম্য নয়। এমনকি এ গোনাহ ও অন্যায়ের বিষয়টি তাদের উপলব্ধিতেও আসে না।
রমজান যেহেতু আত্মশুদ্ধি ও অশেষ কল্যাণ লাভের মাস। আর মুসলিম উম্মাহর মাঝে এ মাসের গুরুত্ব ও প্রভাব এতই অধিক যে, বছরের বাকি ১১ মাসের জীবনাচারে রয়েছে এ মাসের বিশেষ প্রভাব। যা ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বত্র প্রতিফলিত হয়।
আবার রমজানের আগমনের আগেই দেশের জনগণ, সরকার ও বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন পোস্টার-লিফলেট, ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও সুসজ্জিত বিশাল বিশাল র্যা লির আয়োজন করে পবিত্র রমজান মাসকে স্বাগত জানায়। আবেদন জানায় রমজানের পবিত্রতা রক্ষার। সব অন্যায় ও দুর্নীতি বন্ধের আবেদনও থাকে স্লোগানে স্লোগানে।
তাই সার্বিকভাবে রমজানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে রোজাদারের যথাযথ দায়িত্ব পালন, আত্মশুদ্ধি অর্জন ও ইবাদত-বন্দেগিকে নির্বিঘ্ন করতে সব ব্যবসায়ীদের জন্যই এ মাসের গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা উপলব্ধি করা একান্ত প্রয়োজন।
হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর নিজ হাতের প্রতিদান লাভের আশায় দ্রব্যমূল্য বৃদ্ধি না করে বরং কমিয়ে আনা এবং বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি খাদ্যে ভেজাল না মেশানোই হবে সব ব্যবসায়ীর একান্ত নৈতিক দায়িত্ব।
ব্যবসায়ীরা যখনই তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন তখন প্রত্যেক রোজাদার স্বস্তিতে দ্রব্যমূল্য কিনতে পারবেন এবং তারা সঠিকভাবে রোজা পালন ও আত্মশুদ্ধি অর্জনে কষ্ট ও হয়রানির শিকার হবেন না।
আর ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, রোজাদারদের পাশে সহনুভূতির দায়িত্ব নিয়ে দাঁড়াতে পারেন, তবে নিশ্চয় তাদের জন্য থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ায় রহমত বরকত এবং পরকালের মাগফিরাত ও নাজাতসহ প্রভূত কল্যাণ।
বিশেষ করে রমজানের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ রাখতে সরকারের দায়িত্বশীল তদারকি একান্ত প্রয়োজন। যেসব ব্যবসায়ী রমজান উপলক্ষে অধিক মুনাফা লাভের মানসে অনৈতিকভাবে পণ্য মওজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা চালায়, তাদের আইনের আওতায় এনে ট্রেড লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে অসাধু ব্যবসায়ীদের অত্যাচার থেকে সাধারণ মানুষ ও রোজাদাররা মুক্তি পাবে।
শুধু সরকার নয় ব্যবসায়ী-ভোক্তা সবাইকে এ ব্যাপারে পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করতে হবে। অন্তত রমজান মাসকে যেন মানুষ ইবাদত-বন্দেগির উপলক্ষ বানাতে পারে; সে বিষয়ে সরকার, ব্যবসায়ী ও জনগণের যৌথ প্রচেষ্টা নিশ্চিত করতে সরকারকে বিশেষ টিম গঠনের মাধ্যমে দেশব্যাপী বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। আর বাজার ব্যবস্থাপনায় দ্রব্যসামগ্রীর দাম স্থিতিশীলতা ও ভেজালমুক্ত করার দায়িত্বও সরকারের।
তাই আসুন, আমরা আগামী পবিত্র রমজান মাসকে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপনে দায়িত্বশীল ভূমিকা পালন করি। মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহমর্মিতার সম্পর্ক সুদৃঢ়করণে অঙ্গীকারাবদ্ধ হই। রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে ভেজালমুক্ত হালাল খাবার পরিবেশনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন ও নৈতিক উন্নত চরিত্র গঠনে এগিয়ে আসি। আল্লাহ তাআলা সবাইকে পবিত্র রমজান মাসের সঠিক বুঝ ও যথাযথ দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএআর/জেআই্এম