সুস্থতা লাভ ও গোনাহ মাফের আমল
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে।’ তাছাড়াও এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলত রয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম (اَلْغَفُوْرُ) ‘আল-গাফুরু’।
(اَلْغَفُوْرُ) ‘আল-গাফুরু’-এর অর্থ হলো- ‘সর্বাধিক ক্ষমাশীল।’
আল্লাহর গুণবাচক নাম (اَلْغَفُوْرُ) ‘আল-গাফুরু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আল-গাফুরু’
অর্থ : ‘সর্বাধিক ক্ষমাশীল, যিনি ক্ষমা ও মার্জনার অধিকারী।’
আল্লাহর গুণবাচক নাম (اَلْعَظِيْمُ)-এর আমল
ফজিলত
>> কোনো ব্যক্তি অসুস্থ বা দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْغَفُوْرُ) ‘আল-গাফুরু’ কাগজে লিখে তার নকশা রুটি দিয়ে চুষে নিয়ে তা খেলে আল্লাহ তাআলা তাকে অসুস্থতা ও দুঃশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন।
>> যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক মুবারক নাম (اَلْغَفُوْرُ) ‘আল-গাফুরু’-এর জিকির বেশি বেশি করে, আল্লাহ তাআলা তাঁর অন্তরের অন্ধকার দূর করে দেন।
বিশেষ করে হাদিসে এসেছে-
>> কোনো ব্যক্তি যদি সেজদায় গিয়ে (يَا رَبِّ اغْفِرْ لِيْ) ‘ইয়া রাব্বিগফির লি’ তিনবার পড়ে, তবে মহান আল্লাহ তাআলা তার আগের এবং পরের সব পাপ ক্ষমা করে দেন।
>> কোনো ব্যক্তি মাথা ধরা বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে বা কোনো বিষয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত হলে (يَا غَفُوُرُ) ‘ইয়া গাফুরু’ তিনবার লিখে খেয়ে ফেলবে; আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তির সে সমস্যা সমাধান হয়ে যাবে।
পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটির মাধ্যমে তাদের শারীরিক ও আমলি রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে তার প্রিয় ও সম্মানিত ব্যক্তি হওয়ার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম