ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ছারছীনা দরবারের বার্ষিক মাহফিল শুরু আজ

প্রকাশিত: ০২:৫১ এএম, ১১ মার্চ ২০১৭

পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ঐতিহ্যবাহী ছারছীনা দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ্ সূফি মাওলানা নেছারুদ্দীন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি’র-৬৫ তম ও আল্লামা শাহ সূফি মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ রাহমাতুল্লাহি আলাইহি’র ২৭তম ইন্তেকাল বার্ষিকী ও ছারছীনার মাদরাসার ১২৭তম তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিন আজ। ছারছীনার বর্তমান পীর সাহেব গতকাল (শুক্রবার) বাদ মাগরিব মাহফিলের উদ্বোধন করেন।

বরিশাল-পিরোজপুরের সন্ধ্যা নদীর তীরে অবস্থিত ছারছীনা দরবারের বিশাল ময়দান লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মুখরিত হবে আজ।

আজ (১১ মার্চ) বাদ ফজর থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়ে আগামী সোমবার বাদ জোহর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলীর ওপর মূল্যবান নসিহত পেশ করবেন দেশের ঐতিহ্যবাহী ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া ও আলিয়া মাদ্রাসার মুহতারাম আসাতেজায়ে কেরাম এবং দরবারের বিশিষ্ট ওলামা, খলিফাগণ।

Sarsina

প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব জিকির-আজকার এবং তরীকা-তাসাউফের বয়ানে মুখরিত হয়ে ওঠবে ছারছীনার ময়দান।

আগামী সোমবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে লাখো লাখো ভক্ত-মুরীদানের নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।

মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুলিশ, র্যা ব, আনসার, অন্যান্য গোয়েন্দা সংস্থার পাশাপাশি ফায়ার সার্ভিস, মাদ্রাসার ছাত্রবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চল হতে বাস, ট্রাক, লঞ্চ, নসীমন, ট্রলার রিজার্ভ করে হাজার হাজার ভক্ত মুরীদান ইতোমধ্যে দরবারে হাজির হয়েছেন। অনেক মুরীদান ও ভক্তবৃন্দ দরবার শরীফে যাওয়ার লক্ষ্যে পথে রয়েছেন।

এমএমএস/এমএস

আরও পড়ুন