ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ছোট ছোট তাসবিহ প্রসঙ্গে বিশ্বনবির উপদেশ

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় উম্মতের জন্য ছোট ছোট সহজ তাসবিহ-এর অনেক বড় বড় ফজিলত বর্ণনা করেছেন। পরকালের কঠিন দিন যেগুলো বান্দার সীমাহীন উপকারে আসবে। উম্মতে মুসলিমাকে আরো উপদেশ দিয়েছেন, ‘তোমার ঈমানকে খাঁটি কর। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।’

এ রকম ছোট ছোট তাসবিহ-এর উপদেশমূলক ফজিলতপূর্ণ একটি হাদিস তুলে ধরা হলো-

Hadith

হজরত আবু মালিক হারেছ ইবনে আছেম আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধাংশ। আর আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله) ওজন দণ্ডের পরিমাপককে পরিপূর্ণ করে দেবে।

আর সুবহানাল্লাহ (سُبْحَانَ الله) ও আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله) আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেবে।

নামাজ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি।

সাদকা হচ্ছে (ঈমানের) নিদর্শন।

সবর বা ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়।

আর আল-কুরআন হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল প্রমাণ স্বরূপ। বস্তুত সকল মানুষই প্রত্যেক (দিন) ভোরে নিজেকে আমলের বিনিময় বিক্রি করে দেয়। তার আমল দ্বারা নিজেকে (আল্লাহর আজাব থেকে) মুক্ত করে অথবা তার নিজের ধ্বংস সাধন করে। (মুসলিম)

আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদিকে হাদিসে ঘোষিত ছোট ছোট ফজিলতপূর্ণ তাসবিহগুলো পাঠ করে পরকালের নাজাত লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন