ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নেপালের মুসলিম ঐতিহ্য কাঠমান্ডু কেন্দ্রীয় মসজিদ

প্রকাশিত: ০৯:৪২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

জনসংখ্যার দিক থেকে মুসলিম সংখ্যা লঘু দেশ নেপাল। দেশটির মোট জনসংখ্যার শতকরা ৪.৪ মানুষ মুসলিম। সমগ্র দেশটিতে রয়েছে ৪৩০টি মসজিদ। দেশটির কেন্দ্রীয় মসজিদ রাজধানী কাঠমান্ডু রত্নাপার্ক সংলগ্ন।
Nepal
মসজিদটি নেপালের রাজ প্রাসাদের উত্তর পশ্চিম দিকে এবং নেপালের সবচেয়ে বড় জনসভার মাঠের দক্ষিণ পূর্ব কোনো অবস্থিত। প্রতি শুক্রবার মুসল্লীদের সমাগমে জুমআর নামাজ আদায়ে মসজিদ ও মাদরাসার বারান্দা কানায় কানায় ভরপুর হয়ে ওঠে।
Nepal
মসজিদটির সঙ্গে তিনতলা বিশিষ্ট একটি মাদরাসাও অবস্থিত আছে। ৪তলা বিশিষ্ট মসজিদটির ভিতর অংশ অত্যাধুনিক কার্পেটে সুসজ্জিত।
Nepal
মসজিদটির বাম কোনো মসজিদের সমান্তরাল একটি মিনার আছে। মসজিদের উত্তরে সুউচ্চ মূল মিনার রয়েছে।

মসজিদের পশ্চিম পাশদিয়ে রয়েছে নেপালের রাজপ্রাসাদের যাওয়ার প্রধান সড়ক। নেপালের এ মসজিদটি ইসলাম ও মুসলমানদের ঐতিহ্যের ধারক ও বাহক।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন