ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

শারীরিক ও আত্মিক রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকার আমল

প্রকাশিত: ০৮:২৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে।’ তাছাড়াও এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলত রয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম (اَلْعَظِيْمُ) ‘আল-আজিমু’।

(اَلْعَظِيْمُ) ‘আল-আজিমু’-এর অর্থ হলো- ‘ উচ্চ মর্যাদাবান; তিনি তাঁর রাজত্ব ও বাদশাহীতে মহিয়ান ও গরিয়ান।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْعَظِيْمُ) ‘আল-আজিমু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Amal

উচ্চারণ : ‘আল-আজিমু’
 অর্থ : ‘অত্যন্ত সম্মানী ও মহা মর্যাদাশীল; তিনি তাঁর বাদশাহী ও রাজত্বে মহিয়ান ও গরিয়ান।’
আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْحَلِيْمُ)-এর আমল

ফজিলত
>> যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْعَظِيْمُ) ‘আল-আজিমু’-এর জিকিরের আমল নিয়মিত করে, ওই ব্যক্তি এ গুণবাচক নামের জিকিরের ফলে তার মযাদা বৃদ্ধি পায় ও রোগ-ব্যাধি থেকে নিরাপদ থাকে।

বিশেষ করে-
এ রোগ ব্যধি শুধু শারীরিক নয়; আত্মার রোগ ব্যধি থেকেও মুক্ত রাখে। আত্মার রোগ-ব্যাধি বলতে ইবাদত-বন্দেগি ও আমলি জিন্দেগি যাপনের যাবতীয় সমস্যা থেকে মুক্ত রাখে।

>> যারা আল্লাহ তাআলার গুণবাচক (اَلْعَظِيْمُ) ‘আল-আজিমু’ মোবারক নামটি সব সময় জিকির করে তারা আল্লাহ তাআলার নিকট অতি সম্মানী ও প্রিয় হয়।

পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটির মাধ্যমে তাদের শারীরিক ও আমলি রোগ-ব্যাধি মুক্ত থাকার তাওফিক দান করুন। আল্লাহ তাআলার প্রিয় ও সম্মানিত ব্যক্তি হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন