ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মন্দকাজ পরিহারে যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবি

প্রকাশিত: ০২:২৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

আল্লাহর রহমত ছাড়া অন্যায়-অপরাধ তথা গোনাহের কাজ থেকে বাঁচার কোনো উপায় নেই। আর আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য তাঁর একান্ত রহমত ছাড়া সম্ভব নয়। তাছাড়া খারাপ চরিত্র ও মন্দ কাজ থেকে বেঁচে থাকতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অল্প কয়েকটি শব্দের সমন্বয়ে ছোট্ট একটি দোয়া করতেন। যা তুলে বর্ণনাকারী তথ্যসহ তুলে ধরা হলো-

হজরত যিয়াদ বিন ইলাকা রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচা কুতবা বিন মালিক হতে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শব্দাবলীসহ দোয়া করতেন-
Doa
উচ্চারণ :  আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি।

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে মন্দ আখলাক্ব বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’ (তিরমিজি, রিয়াদুস সালেহীন)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পঠিত শব্দের সমন্বয়ে গঠিত ছোট্ট দোয়াটি পড়ে খারাপ চরিত্র ও আমল এবং মন্দ স্বভাব থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন