পবিত্র কাবা শরীফে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ (ভিডিও)
বৃষ্টির জন্য নামাজ পড়াকে ইসতেস্কার নামাজ বলা হয়। আল্লাহ তাআলা সৃষ্টির কল্যাণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কুরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষনের কথা উল্লেখ করেছেন। বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য রিজিকের ফয়সালা করেন।
বৃষ্টি বর্ষণের মাধ্যমে শস্যদানা ও উদ্ভিদ উৎপন্ন হয়। সবুজ-শ্যামল ও ফুলে-ফলে সুশোভিত হয়ে ওঠে এ ধরনী। কিছুদিন বৃষ্টি না হলে আবহাওয়া উষ্ণ থেকে উষ্ণতর হয়ে যায়। মারাত্মক পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয়। মরু প্রধান অঞ্চলে বৃষ্টি না হলে তা আরো মারাত্মক আকার ধারণ করে।
সৌদি আরবে দুই পবিত্র মসজিদের প্রধান এবং দেশের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদ বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ পড়তে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সবাইকে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, পবিত্র কাবা শরীফে গত ১০ নভেম্বর ২০১৬ সৌদি প্রধান প্রধান আলেম ও রাষ্ট্রীয় অতিথিদের উপস্থিতিতে ইসতিস্কার নামাজ আদায় করা হয়।
ইসতেস্কার নামাজ দেখুন ভিডিওতে-
এমএমএস/আরআইপি