ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মন্দ কাজ থেকে বিরত থাকার আমল

প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত।

(اَلْخَبِيْرُ) ‘আল-খাবিরু’ আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি। যার অর্থ হলো- ‘যাঁর কাছে বান্দার কোনো বিষয় গোপন থাকে না। তা হোক না তাদের চলাফেরা, স্থিরতা, কথা বলা, চুপ থাকা ও ছোট-বড় ইত্যাদি।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْخَبِيْرُ) ‘আল-খাবিরু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
Amal

উচ্চারণ : ‘আল-খাবিরু’
অর্থ : ‘অন্তরের কথা এবং যাবতীয় সৃষ্টি সম্পর্কে যিনি খবর রাখেন।’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَللَّطِيْفُ)-এর আমল

ফজিলত    
>> সাতদিন পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْخَبِيْرُ) ‘আল-খাবিরু’ নামটি পড়তে থাকলে আল্লাহর মেহেরবাণীতে গোপন তথ্য সম্পর্কে অবগত হওয়া যায়।

>> যে ব্যক্তি (نَفْسِ اَمَّارَة) নফসে আম্মারা তথা মন্দ কাজে পরিচালনাকারী আত্মায় আবদ্ধ হয়ে পড়ে, সে যেন নিয়মিত আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْخَبِيْرُ) ‘আল-খাবিরু’ নামটি বেশি বেশি পাঠ করে। তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মন্দ কাজ থেকে হিফাজত করবেন।

পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটি নিয়মতি আদায় করে মন্দ কাজের কুপ্রভাব থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন