ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

উত্তম চরিত্র লাভে বিশ্বনবি যে দোয়া শিখিয়েছেন

প্রকাশিত: ০৭:০৫ এএম, ২২ ডিসেম্বর ২০১৬

উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির জন্য পরকালে মুক্তি সুনিশ্চিত। কেননা উত্তম চরিত্র রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সর্বশ্রেষ্ঠ গুণ। আল্লাহ তআলা কুরআনে তাঁর উত্তম চরিত্রের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী।’ এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তম চরিত্র লাভের জন্য দোয়া করতেন। যা উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা। দোয়াটি তুলে ধরা হলো-

Doa

উচ্চারণ : আল্লাহুম্মাহ দিনি লিআহসানিল আ’মালি ওয়া আহসানিল আখলাক্বি; ফাইন্নাহু লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আংতা; ওয়া ক্বিনি সাইয়্যিআল আ’মালি ওয়া সাইয়্যিআল আখলাক্বি; ফাইন্নাহু লা ইয়াক্বি সাইয়্যিআহা ইল্লা আংতা।

অর্থ : হে আল্লাহ! আমাকে সর্বোত্তম কাজ ও উন্নত চরিত্র দান করো। কেননা তুমি ছাড়া অন্য কেউ তা দান করতে পারে না। এবং আমাকে অন্যায় কাজ ও খারাপ চরিত্র থেকে বাঁচাও। কেননা তুমি ছাড়া অন্য কেউ তা থেকে কাউকে বাঁচাতে পারে না। (নাসাঈ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়ার মাধ্যমে উত্তম চরিত্র লাভ করার তাওফিক দান করুন। উত্তম চরিত্রের অধিকারী হওয়া সব প্রতিবন্ধকতা থেকে রক্ষা করুন। আমিন।

এমএমএস/জেআই

আরও পড়ুন