ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কঠিন কাজ সহজ হওয়ার আমল

প্রকাশিত: ০৭:৫৪ এএম, ৩০ নভেম্বর ২০১৬

আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। (اَلْحَكَمُ) ‘আল-হাকামু’ আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি। যার অর্থ হলো- ‘হুকুম বা আদেশ প্রদানকারী; যার আদেশকে কেউ প্রতিহত করতে পারে না।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْحَكَمُ) ‘আল-হাকামু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Amal

উচ্চারণ : ‘আল-হাকামু’
 অর্থ : হুকুম বা আদেশ প্রদানকারী; যার আদেশকে কেউ প্রতিহত করতে পারে না।

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْبَصِيْرُ)-এর আমল

ফজিলত
>> যে ব্যক্তি নিয়মিত আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْحَكَمُ) ‘আল-হাকামু’ নামটির জিকির করবে; তার জন্য কঠিন থেকে কঠিনতর কাজগুলো সহজ হয়ে যাবে।

>> এক বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তি জুমআ’র রাতে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْحَكَمُ) ‘আল-হাকামু’ নামটির জিকির করতে করতে অবচেতন হয়ে পড়লে মহান আল্লাহ তাআলা তার অন্তর্জগতের গোপন বিষয়াবলির মূল বানিয়ে  দেবেন।

পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটি নিয়মতি আদায় করে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এনএইচ/এমএস

আরও পড়ুন