আইফোনে হিজরি তারিখ পাবেন যেভাবে
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। সহজেই আইফোন থেকে হিজরি তারিখ বের করা যায়। যেহেতু মানুষের দৈনন্দিন জীবনে তারিখ ও সনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রয়োজনের কারণেই বাংলা, ইংরেজি ও আরবি তারিখ জানার প্রয়োজন হয়। আইফোন তথা মোবাইলে ইংরেজি ও বাংলা তারিখ সহজে পাওয়া গেলেও হিজরি (আরবি) তারিখ বের করা যায় না।
আইফোন ব্যবহারকারীদের জন্য হিজরি (আরবি) তারিখ জানা এখন অনেক সহজ। আইফোন থেকে হিজরি তারিখ জানার তথা বের করার ধাপগুলো চিত্রসহ তুলে ধরা হলো-
প্রথমেই আপনার আইফোন থেকে সেটিং অপশনে যেতে হবে-
এবার সেটিং অপশন থেকে ক্যালেন্ডার অপশনে ক্লিক করুন-
ক্যালেন্ডার অপশনের ড্রপ-ডাউন লিস্ট থেকে অলটারনেটিভ ক্যালেন্ডার অপশনে ক্লিক করুন-
অলটারনেটিভ ক্যালেন্ডার অপশনটি ওপেন করে সেখান থেকে ইসলামিক আইকনে ক্লিক (টিক-মার্ক) করুন-
ইসলামিক আইকন টিক-মার্ক করার সঙ্গে সঙ্গেই আপনার আইফোনের ডিসপ্লেতে হিজরি বৎসরের ক্যালেন্ডার প্রদর্শিত হবে। সহজেই এখন আইফোন থেকে হিজরি তারিখ জেনে নিন। সেট করুন হিজরি তারিখের ডিসপ্লে।
আপনি চাইলে লকস্ক্রিনেও হিজরি তারিখ সেট করে রাখতে পারেন-
আইফোন ব্যবহারকারীরা উল্লেখিত ধাপগুলো মেনে সহজেই হিজরি তারিখ বের করতে পারবেন।
এমএমএস/আরআইপি