ইসলাম গ্রহণের ফজিলত
ইসলাম মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যারা ইসলামকে জীবন-বিধান হিসেবে গ্রহণ করেছেন তারাই মুসলমান। মানুষ ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে হলে প্রথমেই তাকে সুনির্দিষ্ট কিছু বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে।
হাদিসে এ বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপনকারীর ব্যাপারে জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশের প্রতিশ্রুতি রয়েছে। ইসলাম গ্রহণের ফজিলত সম্পর্কিত বিষয়গুলো সমৃদ্ধ গুরুত্বপূর্ণ হাদিসটি তুলে ধরা হলো-
হজরত ওবাইদাহ ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি বলে-
১. আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক এবং
২. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসুল;
৩. আর নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা; তাঁর বান্দির (মারইয়ামের) পুত্র ও তাঁর সেই কালিমা যা তিনি মারইয়ামকে পৌঁছিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে প্রেরিত একটি রূহ মাত্র;
৪. জান্নাত (বেহেশত) সত্য;
৫. জাহান্নাম (দোজখ) সত্য’- (যে ব্যক্তি এ বিষয়গুলো বিশ্বাস করবে) তাঁকে জান্নাতের আটটি দরজার যেটি দিয়ে প্রবেশ করতে চাইবে, (আল্লাহ তাঁকে ঐ দরজা দিয়ে) প্রবেশ করাবেন। (বুখারি-মুসলিম ও মুসনাদে আহমদ )
অন্য বর্ণনায় এসেছে- ‘তাঁর আমল যা-ই হোক না কেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। (বুখারি ও মুসলিম)
পরিশেষে...
ইসলাম গ্রহণকারী প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলা হাদিসের উল্লেখিত বিষয়সমূহের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তাওফিক দান করুন। জান্নাতের পছন্দনীয় দরজা দিয়ে প্রবেশের তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস