ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

হজের খুতবা দেবেন নতুন খতিব ড. সালেহ

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

১৯৮১ সাল থেকে সৌদি আরবের গ্রান্ড মসজিদের খতিব ও আরাফার ময়দানের খতিবের দায়িত্ব পালন করে আসছেন দৃষ্টিহীন ইমাম শায়খ আবদুল আজিজ। তিনি বার্ধক্যজনিত কারণে এবার তাঁর এ দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেছেন। সুদীর্ঘ ৩৫ বছর পর এবার নির্বাচিত হলো নতুন খতিব মুফতি ড. সালেহ বিন হুমাইদ। তিনি আজ আরাফার ময়দানে খুতবা ও দোয়া-মুনাজাত পরিচালনা করবেন। খবর আরব নিউজ।

মুফতি ড. সালেহ বিন হুমাইদ সৌদি আরবের গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব নির্বাচিত হলেন। তিনি আজ আরাফার ময়দানে হজের খুতবা প্রদান এবং মসেজিদে নামিরায় ইমামতি করবেন।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের পদত্যাগের পর তিনি এ পদে স্থলাভিষিক্ত হলেন। শায়খ আবদুল আজিজ ১৯৮১ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর হজের খুতবা দিয়ে আসছিলেন। স্বাস্থ্যগত কারণে তিনি গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন।

নির্বাচিত নতুন খতিব মুফতি ড. সালেহ বিন হুমাইদ (৬৭) দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। তিনি সৌদি আরবের রাষ্ট্রীয় মজলিসে শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য।

আল্লাহ তাআলা নতুন খতিবকে বিশ্ব মুসলিমের মহাসম্মিলনে সঠিক দিক-নির্দেশনা প্রদানের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন