ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

হজযাত্রীদের বিদায় মুহূর্তে আত্মীয়-স্বজনের দোয়া

প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৯ আগস্ট ২০১৬

হজ পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহ বাইতুল্লায় যাচ্ছেন। আত্মীয়-স্বজনরা তাঁদেরকে বিদায় জানাচ্ছেন। এ হজযাত্রীরা যেন বাইতুল্লায় হজের কার্যক্রম যথাযথভাবে আদায় করতে পারেন। সে জন্য আপনজন, আত্মীয়-স্বজনগণ তাদের বিদায় মুহূর্তে তাদের জন্য যে দোয়া করবেন। তা তুলে ধরা হলো-

Haj

উচ্চারণ : আসতাওদিয়ু’ল্লা-হা দি-নাকা ওয়া আ`মা-নাতাকা ওয়া খাওয়া-তি-মা আ’মালিকা ওয়া ঝাওয়্যাদাকাল্লা-হুত তাক্বওয়া ওয়া গাফারা জামবাকা ওয়া ইয়াস্‌সারা লাকাল খাইরা হাইছু মা কুংতা।

অর্থ- তোমাতর দ্বীন, তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর ওপর সোপর্দ করলাম। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন। তোমার গুনাহ ক্ষমা করে দেন। আর তুমি যেখানেই থাক যে কাজই কর, কল্যাণকর (সকল) দিক যেন আল্লাহ তোমার জন্য সহজ করে দেন। (আবু দাউদ, তিরিমিজি, মিশকাত)

হে আল্লাহ আপনি সমগ্র বিশ্ব থেকে বাইতুল্লায় আগত সকল হাজিকে সঠিকভাবে হজ সম্পাদন করার তাওফিক দান করুন। তাদেরকে আপনি কবুল করুন। তাদের হজের সব কার্যক্রমকে আপনি কবুল করুন। সমগ্র মুসলিম উম্মাহকে হজে যাওয়ার তাওফিক দান করুন এবং আপনার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

আরও পড়ুন