ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মানবতার কল্যাণে বিশ্বনবির উপদেশ

প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৯ জুলাই ২০১৬

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা মানবতার মহান শিক্ষক। তিনি একজন মানুষের সার্বিক জীবনের প্রয়োজনীয় সকল কিছুর বিধি-নিষেধ বিস্তারিত বর্ণনা করেছেন। যখন যেখানে যেটা প্রয়োজন তখন সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিষয়াদি বর্ণনা করেছেন। এখানে সাতটি গর্হিত কাজের নিষেধাজ্ঞামূলক একটি হাদিস তুলে ধরা হলো-

Hadith-Inner

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হবে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু হতে বিরত থাকবে। সাহাবাগণ জানতে চাইলেন, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেগুলো কি কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-

১. আল্লাহর সাথে শিরক করা;
২. জাদু করা;
৩. যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন , ন্যায় সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করা;
৪. সুদ খাওয়া;
৫. ইয়াতিমের সম্পদ (অন্যায়ভাবে) ভক্ষণ করা;
৬. জিহাদের ময়দান হতে পলায়ন করা;
৭. ঈমানদার নির্দোষ সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া। (বুখারি ও মুসলিম)

পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত গর্হিত সাতটি কাজ থেকে হিফাজত করুন। বিশেষ করে মানুষ হত্যা, আল্লাহর সঙ্গে শিরক এবং সুদের ভয়াবহতা থেকে বিরত থাকা, যাবতীয় অপবাদ হতে বিরত থাকা জরুরি। হাদিসের নির্দেশনা মোতাবেক উল্লেখিত কাজগুলো বর্জন করে কুরআন-হাদিসের আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন