বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আলজেরিয়ায়
১৪০ কোটি ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ ‘আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ’। আলজেরিয়ার সমুদ্র উপকূলে নির্মিত হচ্ছে এ মসজিদ। ২০১২ সালে শুরু হওয়া মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী বছরের শুরুর দিকে নির্মাণাধীন এ বৃহত্তম মসজিদটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এক নজরে মসজিদটির বিবরণ তুলে ধরা হলো-
নাম : আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ।
আয়তন : ২০ হাজার বর্গমিটার।
মিনারের উচ্চতা : ৮৭৪ ফুট।
একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ১ লাখ ২০ হাজার মুসল্লি।
লাইব্রেরি : মসজিদ চত্বরে দ্য দাজমা আল দাজাজায়ের নামে ১০ লাখ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে।
অনন্য আকর্ষণ : মসজিদটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে।
নির্মাণ ব্যয় : ১৪০ কোটি ডলার।
ডিজাইন : জার্মানের প্রকৌশলী ‘ইউরগান এঙ্গেল’।
নির্মাণ তত্ত্বাবধানে : গৃহায়ণ মন্ত্রণালয় আলজেরিয়া।
মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আহমাদ মাদানি জানান, এ মসজিদটি সৌন্দর্য বিশ্বের সকল মুসলমানকে আকৃষ্ট করবে।
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ১৯৬২ সালের ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণের চিন্তা মাথায় আসে বলে জানান নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তি মাদানি। আলজেরিয়ার এ জামে মসজিদটি হবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পর তৃতীয় বৃহত্তম মসজিদ।
মসজিদটি নির্মাণ প্রসঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতাফিক বলেন, মুসলিমদের মধ্যে ইতিহাস ঐতিহ্য এবং ঘনিষ্ঠ সেতুবন্ধন গড়ে উঠবে। দিকে দিকে ইসলামের ঐতিহ্য বহন করবে।
এমএমএস/এমএস