ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বাইতুল মুকাররাম মসজিদের আজকের অনুষ্ঠানমালা

প্রকাশিত: ০৬:৩০ এএম, ০২ জুলাই ২০১৬

আজ ২ জুলাই (শনিবার) সন্ধ্যা থেকে রাতব্যাপী সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দুপুর (বাদ জোহর) থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

‘পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য` শীর্ষক সেমিনারের মাধ্যমে আজকের দোয়া মাহফিল ও ইবাদাত-বন্দেগি শুরু করা হবে। বাদ জোহর আলোচনা করবেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক।

তাছাড়া তারাবিহ নামাজের পর থেকে শুরু করে সারারাতই মানুষ লাইলাতুল কদর প্রাপ্তিতে ইবাদাত-বন্দেগিতে অতিবাহিত করবে। এখাণেও গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররামের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

আজকের মাহফিল ও দোয়া অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ নসিহত পেশ এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মুনাজাত করবেন।

এমএমএস/আরআইপি