ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

আলজেরিয়া ও জর্দানের কুরআন প্রতিযোগিতায় যাচ্ছেন দুই হাফেজ

প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৮ জুন ২০১৬

আন্তর্জাতিক পরিমণ্ডলে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম সমুজ্জ্বল। কুরআনের প্রতিটি আন্তর্জাতিক ইভেন্টেই কোনো না কোনো প্রতিযোগী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামী ১৮ রমজান থেকে আলজেরিয়া ও জর্দানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। যা চলবে ২৬ রমজান পর্যন্ত।

আলজেরিয়া ও জর্দানের এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ আবু রায়হান ও হাফেজ সোলায়মান। তারা উভয়েই মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

এ বছর এ প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশ অংশ গ্রহণ করবে। বাংলাদেশের প্রতিযোগি হাফেজ আবু রায়হান ও হাফেজ সোলায়মানের জন্য রইল শুভ কামনা।

এমএমএস/আরআইপি