ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

জেনে নিন ভাগ্যবানদের গুণাবলী

প্রকাশিত: ১০:১৬ এএম, ১৪ জুন ২০১৬

পৃথিবীতে সব যুগে সকল দেশেই দু`ধরনের মানুষ বাস করে থাকে। কুরআনে যাদেরকে একদলকে ভাগ্যবান আর অন্যদলকে হতভাগ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইমাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যারা ভাগ্যবান তাঁদের রয়েছে পাঁচটি অনন্য বৈশিষ্ট্য। যা তুলে ধরা হলো-

১. আল্লাহ এবং রাসুলের প্রতি ঈমানে তাদের অন্তর বিনম্র হয়;
২. আল্লাহর হুশিয়ারির ভয়ে তাঁরা নির্জনে কাঁদতে থাকে;
৩. পরকালের আকাঙ্ক্ষায় দুনিয়ার জীবনের দীর্ঘ আশা-আকাঙ্ক্ষা তারা রাখে না;
৪. পরকালের ভোগ-বিলাসী জীবনের সুসংবাদে দুনিয়ার প্রতি তাদের মন আকৃষ্ট হয় না;
৫. দুনিয়ার কাজ-কর্মের ব্যাপারে তারা আল্লাহ তাআলার নিকট লজ্জিত থাকে।

ভাগ্যবানদের জন্য রমজান মাস আরো আনন্দের ও খুশির। কারণ এ মাসের ইবাদাত-বন্দেগি তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌছার জন্য অত্যন্ত সহায়ক। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভাগ্যবানদের মতো জীবন-যাপনের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

আরও পড়ুন