সিঙ্গাপুরে রোজা শুরু সোমবার
আগামীকাল সোমবার (০৬ জুন) থেকে রোজা শুরু হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরে। বিশ্বের সকল মুসলমানের সঙ্গে তারা সিয়াম-সাধনায় নিজেদেরকে আত্ম-নিয়োগ করবেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে সিঙ্গাপুরের মসজিদে মসজিদে তারাবিহ নামাজের প্রস্তুতি চলছে।
রোববার (০৫ জুন) ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (এমইউআইএস) এক বিবৃতিতে সোমবার থেকে রোজা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের বিশিষ্ট ইসলামিক স্কলারস মুফতি ড. মুহাম্মদ ফাতরিস বাকারাম বলেন, আশা করি, বরকতময় রমজানুল মুবারাকের সিয়াম সাধানায় আত্ম-নিয়োগ করেব সিঙ্গাপুরের অধিবাসী ও অবস্থানরত মুসলিম উম্মাহ।
তিনি আরো বলেন, ‘রমজানের এই বরকতি মাসে পারস্পারিক বন্ধুত্ব জোরদার, মজবুত পারিবারিক বন্ধনে সেহরি ও ইফতার গ্রহণ এবং তারাবিহ আদায়ে করে আল্লাহর নৈকট্য অর্জনে সুযোগ নিবে এ দেশের মুসলমানগণ।
এক মাস সিয়াম সাধনা পালন শেষে আগামী ৬ জুলাই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বলে আশা পোষণ করেন সিঙ্গাপুরবাসী।
এমএমএস/এবিএস