ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

রমজানে ওমরা পালনকারীদের মানসম্পন্ন সেবার ঘোষণা

প্রকাশিত: ১১:৩৫ এএম, ০২ জুন ২০১৬

পবিত্র রমজান মাসে মক্কা-মদিনা পরিদর্শণ ও ওমরা পালনকারীদের জন্য মান সম্পন্ন সেবার বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি হজ ও ওমরামন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতিন।

সমগ্র বিশ্বের মুসলমানগণ নিরাপদ ও স্বাচ্ছন্দে হজ ও ওমরা সম্পাদনের জন্য ভিশন ২০৩০ নামক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছেন। হজ ও ওমরা মন্ত্রী বুধবার ০১ তারিখ স্থানীয় গণমাধ্যমকে এক বিবৃতিতে এ কথা জানান। খবর আরব নিউজ।

তিনি আরও বলেন, হজের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার মধ্যে রয়েছে আবাসন সমস্যা সমাধান ও পরিবহন সুবিধা বৃদ্ধিকরণ। দুই পবিত্র নগরী মসজিদুল হারামাইন ওয়াশ শরিফাইন বাদশা সালমান এ পরিকল্পনা অনুমদোন দিয়েছেন বলে মন্ত্রী জানান।

হজ ও ওমরা খাতের উন্নয়নে এগিয়ে আসায় এবং প্রকল্প অনুমোদন করায় সৌদি রাজা সালামানসহ যুবরাজ ও উপ-যুবরাজদের ধন্যবাদ জানান হজমন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতিন। তিনি হজ ও ওমরা পালনকারীদের জন্য সকল সুবিধা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন