কা’বা নির্মাণকালে হজরত ইবরাহিমের মিনতি
হজরত ইবরাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক কা`বা ঘর নির্মাণের সময় তাঁরা উভয়েই আল্লাহর কাছে ক্ষমা ও রহমত লাভের দোয়া করেছিলেন নিজেদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ভবিষ্যৎ প্রজন্ম যেন আল্লাহর ইবাদাত-বন্দেগি যথাযথ করতে পারে। পাশাপাশি মুসলমানের গুরুত্বপূর্ণ ইবাদাত হজের নিয়ম-কানুন শিক্ষা লাভের দোয়াও করেছিলেন। যা কুরআনে ওঠে এসেছে-
হে আমাদের প্রতিপালক! আমাদের উভয়কে আপনার অনুগত করুন; এবং আমাদের বংশধরদের মধ্য হতেও আপনার অনুগত একদল লোক সৃষ্টি করুন; আর আমাদেরকে হজের বিধি-বিধান শিক্ষা দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি অত্যন্ত ক্ষমাশীল ও অতিব দয়াময়। (সুরা বাক্বারা : আয়াত ১২৮)
এ আয়াতে হজরত ইবরাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম উভয়েই আল্লাহ তাআলা কাছে আনুগত্যশীল বান্দা হওয়ার পাশাপাশি নিজেদের বংশধরদেরকে ইসলামের অনুসারী করার এবং হজের নিয়ম-কানুন শিক্ষা দেয়ার দোয়া করেন।
বর্ণিত আছে, তাদের দোয়ার ফলে হজরত জিব্রিল আলাইহিস সালাম এসে তাঁদেরকে হজের নিয়ম-কানুন শিক্ষা দিলেন এবং কাবা শরিফের আদব-কায়দা সম্পর্কে অবহিত করেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইবরাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত ও কল্যাণ লাভে কুরআনের বিধি-বিধান অনুযায়ী জীবন-যাপন করার এবং সামর্থ্যবানদের হজ আদায়ে এগিয়ে আসার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস