জেনে নিন সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘর পবিত্র না অপবিত্র?
যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়, সে ঘরকে আঁতুর ঘর আবার কেউ কেউ আউজ ঘর বলে থাকে। সন্তান ভূমিষ্ঠের ঘরকে অনেকে নাপাক বা অপবিত্র বলে মনে করে।
বিভিন্ন আঞ্চলের কিছু মানুষের ধারণা- যে ঘরে সন্তান ভূমিষ্ট হয় সে ঘর চল্লিশ দিন পর্যন্ত অপবিত্র থাকে। চল্লিশ দিন পর্যন্ত সে ঘরে নামায আদায়সহ ইবাদাত-বন্দেগি করা যায় না।
প্রকৃতপক্ষে এ কথার কোনো ভিত্তি নেই। এটি একটি ভুল ধারণা বা কুসংস্কার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে ঘর পবিত্র বা অপবিত্র হওয়ার কোনো সম্পর্ক নেই।
এমনিতে ঘরের কোনো স্থানে যদি নাপাকি লেগে থাকে, তবে সে স্থান অপবিত্র। আবার নাপাকি পরিষ্কার করে নিলেই সঙ্গে সঙ্গে তা পবিত্র হয়ে যায়। মূল কথা হলো- সন্তান ভূমিষ্ঠের সঙ্গে আঁতুর ঘর চল্লিশ অপবিত্র থাকার কোনো সামঞ্জস্যতা নেই।
মানুষের ধারণা-
যেহেতু মহিলাদের সন্তান প্রসবের পর সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত রক্তস্রাব হয়। এ সময়ে মহিলাদের অপবিত্রতার বিষয়টি চিন্তা করে মানুষ আঁতুর ঘরকে অপবিত্র মনে করে। এ চিন্তা থেকে আঁতুর ঘরকে অপবিত্র বলার কোনো সুযোগ নেই।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ভুল ধারনা থেকে হিফাজত করুন। আমিন।
এমএমএস/এবিএস