জাহান্নাম থেকে বাঁচতে সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেন
মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আল্লাহর শাস্তি থেকে মুক্তি ও জান্নাত লাভ। এ লক্ষ্য অর্জনের চেষ্টায় নিরত থাকা মুমিনের কর্তব্য। কোরআনে আল্লাহ বিভিন্ন দোয়ায় আমাদেরকে জাহান্নাম বা আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। যেমন সুরা বাকারার একটি আয়াতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি প্রার্থনা করে দোয়া করতে শিখিয়েছেন,
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল-আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান-নার
অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা: ২০১)
হারিস ইবনে মুসলিম (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একটি দোয়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ৭ বার করে মোট ১৪ বার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হারিসকে (রা.) বলেছেন, আপনি ফজরের নামাজের পরপর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া ৭ বার বলবেন,
اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।
যদি আপনি ওই দিন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একইভাবে মাগরিবের নামাজের পর কথা বলার আগেই এ দোয়া ৭ বার বলবেন। আপনি যদি ওই রাতে মৃত্যু বরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। (সুনানে আবু দাউদ: ৫০৭৯)
ওএফএফ/জেআইএম