ফেনীতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন
ফেনীতে ৮ম বারের মতো আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের কারিদের কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন ফেনী ও ফেনীর বাইরে থেকে সম্মেলনে উপস্থিত হওয়া দর্শক-শ্রোতারা।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শহরের ঐতিহাসিক মিজান ময়দানে এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেরাত সম্মেলনে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশি কারিরা কোরআন তিলাওয়াত করেন। তাদের মধ্যে ছিলেন, কারি আবদুর রহমান, আনোয়ার হোসেন, শায়খ আতাউল্লাহ আজাদী প্রমুখ। ইশার নামাজের পর কোরআন তিলাওয়াত করেন বিভিন্ন দেশ থেকে আগত কারিরা। তাদের মধ্যে ছিলেন, কারি সালমান হাবিব (পাকিস্তান), মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি (মিশর), রজাঈ আইয়ুব (তানজানিয়া), ফারদান আদম (আফ্রিকা), জিসান হানিফ (পাকিস্তান)।
আন্তর্জাতিক কেরাত সংস্থা ফেনীর জেলা সভাপতি হাফেজ মুফতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে উপদেষ্টা মুফতি আমিনুল ইহসান ও মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদীব।
আন্তর্জাতিক কিরাত সংস্থা ফেনীর সভাপতি হাফেজ মুফতি আবদুল ফাত্তাহ বলেন, বিগত সাত বছর ধরে ফেনীতে আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও ফেনীবাসীকে মনোমুগ্ধকর একটি আয়োজন উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করেছি। এ বড় আয়োজন সফল করতে নানা শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করেছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/ওএফএফ/এএসএম