ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নামাজে নারীদের কান ঢেকে রাখতে হবে কি?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

নামাজের সময় নারীদের চেহারা, কবজি পর্যন্ত দুই হাত ও টাখনু পর্যন্ত পা ছাড়া পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ। কানও সতরের অন্তর্ভুক্ত এবং ঢেকে রাখা ফরজ।

নামাজে যে অঙ্গগুলো ঢাকা ফরজ সে অঙ্গগুলোর কোনোটির চার ভাগের এক ভাগ বা এর বেশি যদি তিন তাসবিহ পরিমাণ সময় অর্থাৎ তিনবার 'সুবহানা রব্বিয়াল আযীম’ বলা পরিমাণ সময় প্রকাশিত থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তাই নামাজের মধ্যে যে কোনো কানের চার ভাগের একভাগ তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে।

নারীদের পায়ের টাখনুও সতরের অন্তর্ভুক্ত। পায়ের নলা আর টাখনু মিলে এক অঙ্গ গণ্য হয়। পায়ের নলা ও টাখনুর এক চতুর্থাংশ তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে।

নামাজে নারীদের চুল ঢেকে রাখা জরুরি। সব চুল মিলে এক অঙ্গ গণ্য হয়। নামাজের সময় মাথার সব চুলের এক চতুর্থাংশ পরিমাণ বা তার বেশি যদি তিন তাসবিহ পরিমাণ সময় বের হয়ে থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক চতুর্থাংশের কম পরিমাণ চুল বের হয়ে থাকলে নামাজ নষ্ট হবে না। তবে পুরো মাথা এবং সব চুলই যেহেতু ঢেকে রাখা ফরজ, তাই পুরো মাথা পূর্ণ সতর্কতার সাথে ঢেকে রাখা উচিত যেন চুলের কোনো অংশ অনাবৃত না থাকে।

ওএফএফ/জিকেএস